নোটিশ:
Welcome To Our Website...
ব্রেকিং নিউজ :
দুর্নীতির ‘বরপুত্র’ হয়ে উঠেছেন সিলেটের বিশ্বনাথ উপজেলার উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদ অতি বৃষ্টির কারণে ডুবে গেল চকরিয়ার বিভিন্ন অঞ্চল জুলাইয়ে শেখ হাসিনার নির্দেশে গণহত্যা হয়েছে, আ.লীগের এদেশে ঠাঁই নেই: নাহিদ ইসলাম নেত্রকোনা জেলা বারহাট্টা উপজেলা ডাঃ টিটু মিয়ার বাড়ীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়ন উপলক্ষে আলোচনা সভা জামাত ইসলামকে ক্ষমতায় আনলে এদেশের বৈষম্য মুক্ত হবে, আর বৈষম্যক্ত মুক্ত হওয়ার একমাত্র গ্যারান্টি হলো ইসলাম অধ্যাপক দেওয়ান মো নকিবুল হুদা চুয়াডাঙ্গায় টানা দুই ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে রেলপথ ছাড়লেন অবরোধকারীরা পাঁচবিবির রুমা হাঁস পালনে সফল সিলেটে শ্রমিক ধর্মঘট স্থগিত, আলোচনার আশ্বাসে ৭ ঘণ্টা পর স্বাভাবিক পরিবহন চলাচল নেত্রকোনা জেলা কৃষক দলের সভাপতি কতৃক ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের কৃষক দলের কমিটি অনুমোদনের পর ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয় কবিতা :জেগে ওঠো নারী

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর শোকবার্তা | এডভোকেট রুহুল কবির রিজভী সিনিয়র যুগ্ম মহাসচিব বিএনপি তথ্য ও উপস্থাপনা মতে!

  • আপডেট সময় মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ বার পঠিত

আদিলুর রহমান,গফরগাঁও ময়মনসিংহ

 

মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বিএনপি’র ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী, সাবেক সাংসদ ও দেশের বর্ষিয়ান রাজনীতিবিদ আবদুল্লাহ আল নোমান এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান।
আজ এক শোকবার্তায় বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “মরহুম আবদুল্লাহ আল নোমান একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দেশের সকল ক্রান্তিকালে জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করেন। তিনি একজন জাতীয় রাজনীতিবিদ হিসেবে দেশবাসীর নিকট অত্যন্ত সমাদৃত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসী মরহুম আবদুল্লাহ আল নোমান বিএনপি’র প্রতিষ্ঠাকাল থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে একজন আপোষহীন যোদ্ধা হিসেবে নিরলসভাবে কাজ করে গেছেন। জনসেবার মহান লক্ষ্য সামনে নিয়ে রাজনীতি করতেন বলেই সরকারের মন্ত্রী হয়ে নিজ এলাকাসহ সারাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ব্যাপক অবদান রাখেন। ‘৭১ এর মুক্তিযুদ্ধের একজন অনন্য সংগঠক হিসেবে তাঁর অবদান জাতির নিকট চিরঅম্লান হয়ে থাকবে। তিনি ছিলেন একাধারে প্রাজ্ঞ ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদ এবং সজ্জন ও বিনয়ী মানুষ হিসেবেও সর্বমহলে তাঁর ছিল অকৃত্রিম গ্রহণযোগ্যতা। বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতান্ত্রিক চেতনাকে দৃঢ়ভাবে বুকে ধারণ করে মানুষের বাক-ব্যক্তি ও মত প্রকাশের স্বাধীনতার স্বপক্ষে তাঁর লড়াই ছিল অবিস্মরণীয়। বর্তমান সময়ে তাঁর মতো আদর্শনিষ্ঠ রাজনীতিবিদের মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত হয়েছি।
আমি আবদুল্লাহ আল নোমান এর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকার্ত পরিবারবর্গ, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি জানাচ্ছি গভীর সমবেদনা।”

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.