নোটিশ:
Welcome To Our Website...
ব্রেকিং নিউজ :
চুয়াডাঙ্গায় টানা দুই ঘন্টা পর প্রশাসনের আশ্বাসে রেলপথ ছাড়লেন অবরোধকারীরা পাঁচবিবির রুমা হাঁস পালনে সফল সিলেটে শ্রমিক ধর্মঘট স্থগিত, আলোচনার আশ্বাসে ৭ ঘণ্টা পর স্বাভাবিক পরিবহন চলাচল নেত্রকোনা জেলা কৃষক দলের সভাপতি কতৃক ৪ নং সিংহের বাংলা ইউনিয়নের কৃষক দলের কমিটি অনুমোদনের পর ইউনিয়নের নেতৃবৃন্দের কাছে হস্তান্তর করা হয় কবিতা :জেগে ওঠো নারী বিশ্ব মানবাধিকারের প্রতিষ্ঠিত বাস্তবায়ন সংস্থার নতুন সদস্যদের কার্ড বিতরণ অনুষ্ঠান নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক জনাব প্রশান্ত কুমার রায়কে গতকাল গতকাল গাজীপুর থেকে গ্রেফতার সিলেটে শহীদ পরিবারকে বিএনপির সম্মাননা, গণতন্ত্রে ফেরার ডাক যশোরের ঝিকরগাছায় পুলিশের অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন সহ একাধিক মামলার আসামি রয়েল (৩২)কে গ্রেফতার করা হয়েছে। ধৃত রয়েল সদর ইউনিয়নের হাড়িয়াদেয়াড়া (চাতালপাড়া) গ্রামের শুকুর আলীর ছেলে নালিতাবাড়ীতে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র সদস্য ফরম বিতরণ ও কার্যালয় উদ্বোধন

মনপুরায় নয়ন গ্রুপের অতর্কিত হামলায় আলম গ্রুপের ৮ নেতাকর্মি আহত

  • আপডেট সময় বুধবার, ১২ মার্চ, ২০২৫
  • ১৬১ বার পঠিত

 

মো: বনি আমিন মনপুরা প্রতিনিধি:-ভোলার মনপুরায় কেন্দ্রিয় যুবদল সাধারন সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থিত নেতাকর্মিদের অতর্কিত হামলায় ভোলা-৪ আসনের বিএনপি দলিয় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম সমর্থিত ৮ নেতাকর্মি আহত হয়েছে। আহতদেরকে মনপুরা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। উক্ত ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

মঙ্গলবার সন্ধ্যা ৭ টায় উপজেলার হাজীর হাট বাজারে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শি ও আহতরা জানায়, সকালে কেন্দ্রিয় বিএনপির নির্বাহী সদস্য ও ভোলা-৪ চার আসনের সাবেক সদস্য আলহাজ্ব নাজিম উদ্দিন আলম রাজনৈতিক সফরে মনপুরায় আসেন। তিনি অসহায় ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন ও উপহার সামগ্রী বিতরন করেন। পরে বিকেলে তিনি উপজেলা অডিটোরিয়ামে কর্মি সভা ও ইফতার বিতরন করেন। সন্ধ্যায় বিএনপির উপজেলা কার্যালয়ে বসেন। এসময় উপজেলা যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক লোকমান মেম্বারকে বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল মান্নান হাওলাদারের ছেলে মোঃ আপপান গালিগালাজ করেন। কথাকাটাকাটির একপর্যায়ে যুবদল নেতা লোকমানকে আপপানসহ ৭/৮ জন মিলে বেধড়ক মারধর করে। খবর পেয়ে সহিংসতা এড়াতে নাজিম উদ্দিন আলম তার নেতাকর্মিদের নিয়ে বিএনপি কার্যালয় ত্যাগ করেন। পরে কেন্দ্রিয় যুবদলনেতা নুরুল ইসলাম নয়ন সমর্থিত আপপান, হোসেন, রুবেল, ইব্রাহিম, সাব্বিরসহ সংঘবদ্ধ নেতাকর্মিরা বগিদা ও লাঠিসোটা নিয়ে হাজীর হাট বাজারে থাকা আলম সমর্থিত নেতাকর্মিদের উপর অতর্কিত হামলা চালায়। এতে বগি দায়ের কোপে গুরুতর আহত হন আরাফাত রহমান কোকো পরিষদের সভাপতি মোঃ আব্দুর রহিম। এছাড়াও গুরুতর আহত হন স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারন সম্পাদক আব্দুর রহমান, সাবেক ছাত্রদল সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল, ছাত্রদল নেতা মোঃ শাহিন আলম, আবুল কাশেম, সাবিত, সোহেল।

আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য নেয়া হলে সেখানেও হামলা চালায় কেন্দ্রিয় যুবদল সম্পাদক নয়ন সমর্থিত নেতাকর্মিরা। এসময় কর্তব্যরত অবস্থায় থাকা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার মনজুরুল মুর্শিদ আহত হন। পরে তিনি প্রশাসনের সহযোগিতা চাইলে মনপুরা থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা হাসপাতালের সামনে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। উক্ত ঘটনায় হাজীর হাট বাজার ও এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

আহতদের মধ্যে আব্দুর রহিম ও মোঃ দুলাল গুরুতর অবস্থায় মনপুরা সদর হাসপাতালে ভর্তি রয়েছেন।

এব্যাপারে আলম সমর্থিত যুবদলের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক লোকমান হোসেন মেম্বার বলেন, আমি বিএনপির পার্টি অফিস থেকে বের হয়ে যাওয়ার পথে মান্নান হাওলাদারের ছেলে আপপান আমার উপর অতর্কিত হামলা চালায়। পরে গাড়ি থেকে নামিয়ে আমাকে ফের মারধর করা হয়। আমাদের নেতাকর্মিরা বাধা দিতে আসলে তাদেরকেও বগি দা ও লাঠিসোটা দিয়ে এলোাাতারি মারধর করে।

অভিযোগ অস্বীকার করে কেন্দ্রিয় যুবদল সম্পাদক নুরুল ইসলাম নয়ন সমর্থিত উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার বলেন, নাজিম উদ্দিন আলম বাজারে ঢোকার পর আমাদের লোকজন মিছিল করে। এসময় আমাদের ছেলেরা মিছিল নিয়ে বাজারের উত্তর মাথায় যাওয়ার পর সাবেক স্বেচ্ছাসেবকদল সম্পাদক আব্দুর রহমান ও কালু আমাদের ছেলেদেরকে লাঠি নিয়ে আক্রমন করে। এতে আমাদের অন্তত ৫/৭ জন আহত হয়। তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে চলে গেছে।

এ ব্যাপারে উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সামস উদ্দিন বাচ্চু চৌধুরী বলেন, বিএনপির সাবেক সম্পাদক মান্নান হাওলাদারের নের্তৃত্বে এই হামলা হয়েছে। নাজিম উদ্দিন আলম যতবার মনপুরায় রাজনৈতিক সফরে এসেছেন ততবারই তারা অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করেছে। তারা সত্যিকারার্থে আওয়ামীলীগের এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.