মধুরাম রায় স্টাফ রিপোর্টার কিশোরগঞ্জ নীলফামারী—নীলফামারী, ২৯ সেপ্টেম্বর ২০২৪: আজ নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ ২০২৪ উদযাপন উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। নীলফামারী শিশু একাডেমির উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে জেলার বিভিন্ন স্কুলের শিশুরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের শুরুতে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশু অধিকার ও সুরক্ষার গুরুত্ব নিয়ে বক্তব্য দেন। তিনি বলেন, “শিশুরা জাতির ভবিষ্যৎ। তাদের জন্য একটি নিরাপদ ও সুস্থ পরিবেশ নিশ্চিত করা আমাদের সকলের দায়িত্ব।” এছাড়াও তিনি শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশে এমন আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।
আলোচনা সভায় শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিভিন্ন বক্তারা শিশু অধিকার সুরক্ষা, মানসম্মত শিক্ষা এবং শিশুদের প্রতি সমাজের দায়িত্বের কথা তুলে ধরেন।
সভার পরেই শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে শিশুরা নাচ, গান ও আবৃত্তিসহ নানা ধরনের সৃজনশীল পরিবেশনা উপস্থাপন করে। তাদের এই পরিবেশনা উপস্থিত সকলের মন জয় করে।
বিশ্ব শিশু দিবস ও শিশু সপ্তাহ উদযাপনের অংশ হিসেবে, জেলা জুড়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।