মো: সাজ্জাত নুর,সুনামগঞ্জ:
দিরাই জেলায় সুনাম ধন্য কলেজ, বিবিয়ানা মডেল কলেজ, আজ পহেলা বৈশাখ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুস্ঠিত হয়েছে, উপস্থিত ছিলেন, এলেকার গন্য মান্য ব্যক্তিবর্গ, এলেকা বাসী, প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক গন সহ আরো ছিলেন প্রক্তন ছাত্র- ছাত্রী সহ, বর্তমান ছাত্র-ছাত্রী,তারা কলেজ হইতে বোয়ালিয়া বাজারসহ ফকির মোহাম্মদ কলেজ পযন্ত র্যেলী নিয়ে দেশাত্মবোধক গানের মাধ্যমে মাতিয়ে তুলে বাংলার সাংস্কৃতি।
কলেজটি তে আনুষ্ঠানিকতার জেনো শেষ নেই। অধিক বড় পরিসরে অনুস্ঠিত হয়।