মোঃ রাসেল, লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর সদর উপজেলার ১৭নং ভবানীগঞ্জ ইউনিয়নের কামালপুর ভক্ত বাড়িতে আজ ভোর ৫টার দিকে এক গৃহবধূর ওপর যৌন হয়রানির ঘটনা ঘটেছে।
ভুক্তভোগী গৃহবধূ নামাজের জন্য ঘর থেকে বের হয়ে বাথরুমে যান। এ সময় ৮নং ওয়ার্ডের আবদুল্লাহপুর গ্রামের নেছার আহম্মেদের ছেলে মোঃ জামাল তার পিছন থেকে ঝাঁপিয়ে পড়ে। সে ভুক্তভোগী নারীর গায়ে হাত দেয়, কান ও জামাকাপড় ছিঁড়ে ফেলে। মহিলার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে জামাল দৌড়ে পালিয়ে যায়।
পালানোর সময় অভিযুক্ত যুবক ঘটনাস্থলে তার ড্রাইভিং লাইসেন্স ও ১,২২০ টাকা ফেলে যায়, যা পরে তার শনাক্তে সাহায্য করে। তার পরে অভিযুক্ত কে জিজ্ঞাসা করলে যে তুমি এটার সাথে জড়িত তা সে শিকার করে এবং সে বলে তার অভ্যাস মহিলা রা বাথরুমে গেলে তাদেরকে দেখা এমন কাজ সে অনেক সাথে করছে বলে স্বীকার করে।
স্থানীয় ইউপি সদস্য মোঃ হুমায়ুন কবির হিমু অভিযুক্তকে তার অভিভাবকদের ডেকে এনে হেফাজতে নেন। এরপর এলাকাবাসী বিক্ষুব্ধ হয়ে উঠলে ১নং ওয়ার্ডের মেম্বার মোঃ খুরশিদ আলমের সহায়তায় তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
সদর থানার এসআই মাসুদের নেতৃত্বে তাকে থানায় নেওয়া হয় এবং পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে অভিযুক্তকে আদালতে প্রেরণ করে।