জামাল উদ্দিন: বাজিতপুর, (কিশোরগঞ্জ):
ঢাকার বনানীতে অবস্থিত প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী, ছাত্রদল নেতা এবং জুলাই-আগস্ট আন্দোলনের সংগঠক জাহিদুল ইসলাম পারভেজকে হত্যার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বাজিতপুর। হত্যার ন্যায়বিচারের দাবিতে আজ বাজিতপুর উপজেলা ও বাজিতপুর সরকারি কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও রাজনৈতিক অঙ্গনে আলোড়ন তোলে জাহিদুল ইসলাম পারভেজ হত্যাকাণ্ড। অভিযোগ ছিল, দুই ছাত্রীকে নিয়ে হাসাহাসির জের ধরে পারভেজকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে ডাকা হয়। যদিও তিনি অভিযোগ অস্বীকার করে জানান, বন্ধুরা নিজেদের মধ্যে হাসাহাসি করছিলেন এবং পরে তিনি ক্ষমাও চেয়েছিলেন। তবে প্রক্টর অফিস থেকে বেরিয়ে আসার পরই সংঘবদ্ধ একটি চক্র তাকে ছুরিকাঘাতে হত্যা করে। এই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে একজন শিক্ষার্থীকে খুন করা, দেশের প্রতিটি সচেতন মানুষের হৃদয় নাড়া দিয়েছে।
নিহত পারভেজের পরিবার শোকাবহ অবস্থায় রয়েছে। তাদের আহাজারিতে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।পরিবারের সদস্যরা মানসিকভাবে এতটাই ভেঙে পড়েছেন যে তারা ঠিকমতো কথাও বলতে পারছেন না।
এই হত্যাকাণ্ডের প্রতিবাদে সারাদেশেই ছাত্রদল কর্মসূচি পালন করেছে। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও বিক্ষোভে অংশ নেয়। বাজিতপুরে আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, “পারভেজ একজন সাহসী কর্মী ছিলেন। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এর ন্যায্য বিচার চাই।”
তাদের দাবি, এই ঘটনাকে রাজনৈতিক রূপ না দিয়ে, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।