রিপন বড়ুয়া,কক্সবাজার:
কক্সবাজার মহেশখালী নৌপথে সি ট্রাক সার্ভিস চালু হওয়ার মাধ্যমে সি-ট্রাক যুগে প্রবেশ করছে কক্সবাজার জেলার মহেশখালী বাসী।
বৃহস্পতিবার ২৪ই এপ্রিল কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে চালু হওয়া এই সী ট্রাক উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.)ড.এম সাখাওয়াত হোসেন।
এই নৌপথে ৩০ টাকা ও ৩৫ টাকা ভাড়া নির্ধারণ করে জানিয়ে দেয় উপদেষ্টা।
ফলে স্থানীয়দের মাঝে খুশীর আমেজ আরো বেশী দেখা দেয়।
জানা যায় গত শুক্রবার নৌরুটটিতে পরীক্ষামূলক ভাবে সি ট্রাক চালু হয়। স্থানীয়রা জাানান, দীর্ঘ দিনের যাতায়াত দুর্ভোগ এই সী ট্রাকের কারণে লাগব হবে।
মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মো.হেদায়েত উল্যাহ বলেন, মহেশখালী বাসীরা সি-ট্রাক চলাচল নিয়ে খুবই উচ্ছ্বসিত। নিরাপত্তার কথা চিন্তা করে যাত্রীদের সুবিধার্থে স্থানীয় প্রশাসনের উদ্যোগে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে।