শাহজালাল মিয়া( সখিপুর),টাংগাইল:
টাংগাইল মির্জাপুর উপজেলা বাঁশতৈল ইউনিয়নের বংশীনগর গ্রামে আজ রবিবার (২৭ এপ্রিল), সকাল ৮ঃ৩০ মিনিটে ওয়ারিশান সম্পত্তি নিয়ে ঝামেলার জের ধরে ফুফাতো ভাই পারভেজের ভাড়াটিয়া সন্ত্রাসীদের হাতে প্রাণ হারান মামাতো ভাই ফজল হক (৫৫)। দীর্ঘদিন ধরে তাদের ওয়ারিশান সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। জমি নিয়ে এলাকায় ইউনিয়ন চেয়ারম্যানের উপস্হিতিতে কয়েকবার বিচার শালিশ হয়েছে এছাড়াও বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে।
আজ সকালে ফুফাতো ভাই পারভেজের ভাড়াটিয়া সন্ত্রাসীরা বিরোধীয় সম্পত্তি উদ্ধার করতে গেলে এমন লোমহর্ষক ঘটনা ঘটে। আহত অবস্থায় ফজলকে হাসপাতালে নেওয়ার সময় মৃত্যুবরণ করেন। ফজল হক বংশীনগর নিবাসী দেলোয়ার হোসেনের ছেলে। তিনি তক্তারচালা বাজারের একজন ডেকোরেশন ব্যবসায়ী ছিলেন। মির্জাপুর থানা পুলিশ ঘটনা স্থল পরিদর্শন করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য টাংগাইল পাঠানো হয়েছে।