মোঃ লিখন , লৌহজং মুন্সিগঞ্জ:
আজ জাতীয় প্রেস ক্লাবে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন
অন্তর্বর্তী সরকারকে রাজনৈতিকদলগুলো অব্যাহতভাবে সমর্থন দিচ্ছে তবে তা অনির্দিষ্টকালের জন্য দেওয়া যৌক্তিক হবে না। সরকারের একটি অংশ সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করিয়ে ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করতে চায়। সুস্পষ্টভাবে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি ও প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। তিনি আরো বলেন, জনগণকে না জানিয়ে মিয়ানমারকে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার, যার এখতিয়ার এ সরকারের নেই।