নোটিশ:
Welcome To Our Website...
ব্রেকিং নিউজ :
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় বাপ্পী মিয়া (১৪) নামের এক অষ্টম শ্রেণির শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে রুহিয়ায় মানববন্ধন কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ সংবাদ সংগ্রহ করার কারনে দৈনিক ভোরের চেতনা প্রত্রিকার লালমনিরহাট জেলা প্রতিনিধি সাংবাদিক সূর্ষকে ফেসবুকে হেয়প্রতিপন্ন ও ভয়ভীতি প্রদর্শন কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদের পক্ষে ফুলবাড়িতে গণসংযোগ করেন এনসিপি কুড়িগ্রাম জেলার সংগঠক মুকুল মিয়া গাজীপুরে আনন্দ টিভির সাংবাদিক শাকিলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগের প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন শেরপুর জেলা ৯ নং চর মোচারিয়া ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার চালু হয়েছে বাংলাদেশীদের জন্য আরব আমিরাতের ভিসা কার্যক্রম ঠাকুরগাঁওয়ে সুপ্রিয় জুটমিলে আগুনের ঘটনা ঘটেছে বন্ধু-বান্ধব বিডি গ্রুপের পক্ষ থেকে বন্ধু-বান্ধব ইউকে গ্রুপের সদস্যদেরকে সংবর্ধনা ও আলোচনা সমা‌বেশ অনু‌ষ্টিত

কুড়িগ্রাম-২ আসনে ড. আতিক মুজাহিদের পক্ষে ফুলবাড়িতে গণসংযোগ করেন এনসিপি কুড়িগ্রাম জেলার সংগঠক মুকুল মিয়া

  • আপডেট সময় রবিবার, ৪ মে, ২০২৫
  • ১২০ বার পঠিত

রাশেদ ইমরান লিখন,কুড়িগ্রাম :

 

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক ড. আতিক মুজাহিদের পক্ষে কুড়িগ্রাম-২ আসনে ফুলবাড়ি উপজেলায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক মোঃ মুকুল মিয়া।
রবিবার, ৪ মে ২০২৫ তারিখে দিনব্যাপী এই গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তারা ফুলবাড়ী উপজেলার বিভিন্ন হাটবাজার, দোকানপাট ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের নীতি, আদর্শ ও প্রার্থীর উন্নয়নভিশন তুলে ধরেন।
গণসংযোগ চলাকালে মোঃ মুকুল মিয়া বলেন, “নাগরিক পার্টি একটি গণমুখী, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে দেশের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদার নিশ্চয়তায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি—জনগণের মতামত, সমস্যার বাস্তব চিত্র এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের জন্য সংলাপ, জনসম্পৃক্ততা ও স্বচ্ছতা অপরিহার্য।”
তিনি আরও বলেন, “আমাদের জনসংযোগ বিভাগ সবসময় জনগণের কাছে দলের লক্ষ্য, আদর্শ ও কার্যক্রম স্পষ্টভাবে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে। নাগরিক ভাবনার ভিত্তিতে আমরা দুর্নীতি, বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে সোচ্চার এবং জনগণের সেবায় নিবেদিত। আমরা আহ্বান জানাই—যারা দেশপ্রেম, মানবতা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন, তারা নাগরিক পার্টির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন, ন্যায়ের সমাজ নির্মাণে অংশ নিন।”
জনসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান জুয়েল, আমিরুজ্জামান সরকার, মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, মাওলানা দিনার মিনহাজ, ফাহিম আব্দুল্লাহ প্রমুখ।
গণসংযোগে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং দলীয় নেতাকর্মীদের এমন সক্রিয়তায় ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.