রাশেদ ইমরান লিখন,কুড়িগ্রাম :
জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক ও রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক ড. আতিক মুজাহিদের পক্ষে কুড়িগ্রাম-২ আসনে ফুলবাড়ি উপজেলায় গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচির নেতৃত্ব দেন কুড়িগ্রাম জেলা শাখার সংগঠক মোঃ মুকুল মিয়া।
রবিবার, ৪ মে ২০২৫ তারিখে দিনব্যাপী এই গণসংযোগে স্থানীয় নেতাকর্মীরা অংশ নেন। তারা ফুলবাড়ী উপজেলার বিভিন্ন হাটবাজার, দোকানপাট ও বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং দলের নীতি, আদর্শ ও প্রার্থীর উন্নয়নভিশন তুলে ধরেন।
গণসংযোগ চলাকালে মোঃ মুকুল মিয়া বলেন, “নাগরিক পার্টি একটি গণমুখী, অসাম্প্রদায়িক ও প্রগতিশীল রাজনৈতিক শক্তি হিসেবে দেশের প্রতিটি মানুষের অধিকার ও মর্যাদার নিশ্চয়তায় প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি—জনগণের মতামত, সমস্যার বাস্তব চিত্র এবং ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের জন্য সংলাপ, জনসম্পৃক্ততা ও স্বচ্ছতা অপরিহার্য।”
তিনি আরও বলেন, “আমাদের জনসংযোগ বিভাগ সবসময় জনগণের কাছে দলের লক্ষ্য, আদর্শ ও কার্যক্রম স্পষ্টভাবে তুলে ধরার জন্য কাজ করে যাচ্ছে। নাগরিক ভাবনার ভিত্তিতে আমরা দুর্নীতি, বৈষম্য ও স্বৈরশাসনের বিরুদ্ধে সোচ্চার এবং জনগণের সেবায় নিবেদিত। আমরা আহ্বান জানাই—যারা দেশপ্রেম, মানবতা ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করেন, তারা নাগরিক পার্টির সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে একটি নতুন, ন্যায়ের সমাজ নির্মাণে অংশ নিন।”
জনসংযোগে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাহমুদুল হাসান জুয়েল, আমিরুজ্জামান সরকার, মাসুম মিয়া, মোজাম্মেল হক বাবু, মাওলানা দিনার মিনহাজ, ফাহিম আব্দুল্লাহ প্রমুখ।
গণসংযোগে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক সাড়া পড়ে এবং দলীয় নেতাকর্মীদের এমন সক্রিয়তায় ভোটারদের মাঝে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।