এইচ.এম রবিউল ইসলাম,লালমনির :
গত শনিবার (২মে) জাতীয় দৈনিক ভোরের চেতনা, লালমনিরহাট জেলা প্রতিনিধি মোঃ ফারুক আহম্মেদ সূর্ষ নিজের নিজের পেশাগত দায়িত্ব পালনের জন্য লালমনিরহাট জলার আদিতমারী উপজেলার সারপুকুর এলাকায় যান সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিক সূর্ষ বাসায় ফিরেন, এবং শুক্রবার (২মে) রাতে তিনি ডিজিটাল প্লাটফর্ম ফেসবুকে দেখতেপান ‘জাতীয়তাবাদী যুবদল’ ও md rokon ফেসবুক আইডি থেকে সাংবাদিক ফারুক আহমেদ সূ্র্ষর নামও ছবি ফেসবুকে যোগাযোগ মাধ্যমে পোস্ট করে মিথ্যা বানোয়াট ভিত্তিহীন তথ্য দিয়ে হেয়প্রতিপন্ন ও এবং মানহানী হয় এমন স্ট্যাটাস লিখেন,
সাংবাদিক সূর্য এই পোস্টটি দেখতে পেয়ে অভিযুক্তদের কল করে পোস্ট ডিলিট করার অনুরোধ করেন, কিন্তু তারা তা ডিলিট করতে অস্বীকৃতিজানায় এবং তাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে শাসিয়ে দেয়।
সাংবাদিক সূর্য বলেন, “তারা আমাকে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করেছে এবং নানা কথার মাধ্যমে আমাকে ভয়ভীতি দেখিয়েছে। আমি সুষ্ঠু বিচার চাই।”
শনিবার (৩ মে) সাংবাদিক সূর্য এই বিষয়ে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন আদিতমারী উপজেলার পলাশী এলাকার মো. আতাউর রহমান সাজু (৩০) এবং সারপুকুর ইউনিয়নের খারুভাজ এলাকার রফিকুল চৌকিদারের ছেলে রোকন (৩২)।
অভিযোগে জানা যায়
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। সদর থানার ওসি তদন্ত বাদল কুমার অভিযোগের প্রাপ্তি নিশ্চিত করে বলেন, “এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।”