মোঃ মনসুর ইসলাম মনি,শেরপুর :
জামালপুর টু কামালপুরের হাইওয়ে রোডে গবাদি পশুর খাদ্য নিয়ে আসার সময় শেরপুর সদর মুন্সীর চর বাজারে টানিং করার সময় ড্রাইভার গাড়ি কন্টোল করতে না পারায় ট্রাক উল্টে যায় এবং দাড়ানো অটো গাড়িতে পড়ে যায় অটোতে থাকা ড্রাইভার সহ দুইজন যাত্রী ছিল মহিলা মোছাঃ নারগিস আক্তার (৪৫) এবং মোছাঃ হুজুরা বেগমা (৬০) গুরুতর আহত হয়৷ তাৎক্ষণিক এলাকার লোকজনের সার্বিক সহযোগিতায় আহত ব্যক্তিদের শেরপুর সদর হসপিটালে পাঠানো হয়,অটো গাড়িটি ভেঙ্গে চুরমার হয়ে যায় খবর পেয়ে বকশিগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে আসে এবং পরিদর্শন করে বড় ধরনের কোন হতাহতের খবর পাওয়া যায়নি