শাহজালাল মিয়া,( সখিপুর) টাংগাইল:
০৬ মে, ২০২৫,খ্রিঃ রাত অনুঃ ১০.০০ ঘটিকা হই তে ইং ০৭ মে, ২৫ খ্রিঃ ভোর অনুমান ০৫.২০ঘটিকার মধ্যে যেকোন সময় পর্যন্ত মির্জাপুর থানাধীন মির্জাপুর পৌরসভা কুমারজানী সাকিনস্থ বাদীর পশ্চিম দোয়ারী চার-চালা টিনের গোয়ালঘরে ভিতর হইতে অজ্ঞাতনামা চোর বা চোরেরা সঙ্গোপনে গরুর গোয়াল ঘরের তালা ভেঙ্গে ও দড়ি কেটে ০১টি দেশি কালো রংয়ের দুগ্ধবতী গাভী ও ০১টি লাল রংয়ের শিং বিহীন বকনা বাছুর গরু চুরি করে নিয়ে যায়। যার চোরাইমূল্য-২,০০,০০০/-(দুই লক্ষ) টাকা। (উদ্ধার নাই)
বাদী থানায় এসে এজাহার দায়ের করলে অফিসার ইনচার্জ, মির্জাপুর থানা মহোদয় মির্জাপুর থানার ,এফআইআর নং-১৪, তারিখ-০৭ মে, ২০২৫; জি আর নং-১৩১, তারিখ- ০৭ মে, ২০২৫; সময়- ২২.১৫ ঘটিকা ধারা- 457/380 The Penal Code, 1860; রুজু করেন। পরবর্তীতে পুলিশ সুপার, টাঙ্গাইল, সিনিয়র সহকারী পুলিশ, মির্জাপুর সার্কেল ও অফিসার ইনচার্জ, মির্জাপুর থানা মহোদয়ের নির্দেশে মির্জাপুর থানার একটি চৌকস টিম মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/মোহাম্মদ আলী হাসান তার সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তথ্য প্রযুক্তির মাধ্যমে সিঁধেল চুরি ঘটনার সহিত জড়িত ০১(এক) জন চোরকে
মির্জাপুর থানাধীন জামুর্কী ইউনিয়ন এর কদিম ধল্ল্যা সাকিনস্থ সাইফুল স্টোর নামক দোকানের সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল গামী মহাসড়কের লেনের উপর হইতে ০১(এক)জন চোর ধৃত করা হয়। ধৃত আসামীর হেফাজত হইতে ১টি নীল হলুদ রংয়ের পিকআপ, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ন-১৭-৯২৫৬ ও পিকআপে উপর থাকা চুরি যাওয়া ০১টি দেশি কালো রংয়ের দুগ্ধবতী গাভী ও ০১টি লাল রংয়ের শিং বিহীন বকনা বাছুর গরু উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১. আল আমিন(৩৫), পিতা-তোফাজ্জল হোসেন তোতা, সাং-মালতী দক্ষিণপাড়া, থানা-কালিহাতি, জেলা-টাঙ্গাইল
উদ্ধারকৃত আলামত:
(ক) চুরি যাওয়া ০১টি দেশি কালো রংয়ের দুগ্ধবতী গাভী ও ০১টি লাল রংয়ের শিং বিহীন বকনা বাছুর গরু।
(খ) ১টি নীল হলুদ রংয়ের পিকআপ, যাহার রেজি নং-ঢাকা মেট্রো-ন-১৭-৯২৫৬।