এস আলম,জামালপুর:
জামালপুর সদর উপজেলার ১৪ নং দিগপাইত ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মৃত মনজুরুল মাস্টার এর সহধর্মিণী স্বামীর রেখে যাওয়া কিছু ধানের জমি চাষ করে জীবিকা নির্বাহ করে।সারাদেশে এক সাথে বুরো মৌসুমের ধান কাটার সময় হওয়ায় শ্রমিকের বেতন বেড়ে যায়,এমতাবস্থায় তার ধান কাটার সময় হলেও টাকার অভাবে পাকা ধান ঘরে আনতে পারছিলেন না।
বিষয়টি ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদক জানতে পেরে ইউনিয়ন বিএনপি ও অংগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দদের আলোচনা করে,১২ মে ২০২৫ ইং তারিখ সকাল ৯ টায় কৃষক দলের নেতৃত্বে ৫০ জন নেতাকর্মী গিয়ে পাকা ধান কেটে তার বাড়িতে পৌঁছে দিয়ে ধান মাড়াই করার ব্যবস্থা করে দেন।এমন মানবিক কাজে বিএনপির নেতৃবৃন্দের অংশ গ্রহণ করায় এলাকার সর্বসাধারণের প্রশংসা কুরড়িয়েছেন বিএনপি কর্মীরা।এ প্রসঙ্গে দিগপাইত ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জিয়াউল হক মাস্টার বলেন, এরকম মানবিক কাজে অংশ গ্রহণ বিএনপিরা অভ্যাহত ভাবে করে যাবে।তিনি আরও বলেন, ইউনিয়নে যদি কোন অসহায়, গরীব, কৃষক টাকার অভাবে পাকা ধান ঘরে আনতে না পারে আমরা অবশ্যই তাকে ধান কাটার জন্য সার্বিক সহযোগিতা করবো।