সোহাগ ইসলাম,মঠবাড়িয়া :
পিরোজপুর: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, মঠবাড়িয়া সরকারি কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পিরোজপুর জেলা ছাত্রদলের স্বাক্ষরিত চিঠির মাধ্যমে এ কমিটি আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়।
ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নাজমুল হোসেন মুন্না এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো: নাঈম হোসেন, যিনি তাজ নাঈম নামে পরিচিত।
নতুন নেতৃত্বকে স্বাগত জানিয়ে জেলা ও উপজেলা ছাত্রদলের নেতৃবৃন্দ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেছেন, নবনির্বাচিত এই কমিটি সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করবে এবং জাতীয়তাবাদী ছাত্ররাজনীতির চেতনাকে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবে।
মুন্না ও তাজ নাঈম এক প্রতিক্রিয়ায় বলেন, “আমরা ছাত্রদলের আদর্শকে বুকে ধারণ করে মঠবাড়িয়া সরকারি কলেজে ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা ও সংগঠনকে শক্তিশালী করার লক্ষ্যে কাজ করবো।