মোঃ মনসুর ইসলাম মনি,শেরপুর:
আজ মঙ্গলবার সকাল আনুমানিক ১০ টা ২০ থেকে সাড়ে দশটার সময় বাস প্রাইভেটকার এর চাপে বকশীগঞ্জ থেকে ছেড়ে আসা সিএনজি কন্ট্রোল করতে না পেরে রাস্তার সাইডে থাকা এক পথচারী মোছাম্মৎ চিরতা বেগম বয়স আনুমানিক ৭৫ সিএনজির সাথে লেগে গুরুতর আহত হয় এবং আহত ওই চিরতা বেগমকে আশপাশের লোকজন ছুটে এসে পাশের বাড়ির আরেকটি সিএনজি দ্বারা ১ নং কামারের চর ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক কেএম মফিজুল রানার সার্বিক সহযোগিতায় শেরপুর সদর হসপিটাল এর উদ্দেশ্যে আহত চিরতা বেগমকে পাঠিয়ে দেওয়া হয় অ্যাক্সিডেন্ট কৃত সিএনজিটি পাশে মসজিদের মাঠে সাইড করে রাখা হয়েছে সিএনজির ড্রাইভার ও রোগীর সাথে আছেন সহযোগিতার জন্য ৷