আল আমিন, কক্সবাজার:
রোববার (১২ মে) দুপুরে ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাওয়ার পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন সদর মডেল থানার ওসি ইলিয়াস খান।
তিনি জানান, জুলাই মাসের গণঅভ্যুত্থানে বৈষম্যবিরোধী ছাত্রদের করা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে বাবুলকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের সময়কার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। এতে দেখা যায়, পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপিয়ে পড়েন। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ তাকে আটক করে।
ভিডিওতে বাবুলকে কান্নাজড়িত কণ্ঠে হাতজোড় করে বলতে শোনা যায়, “কাল আমার মায়ের ফাতেহা, আমাকে ছেড়ে দেন। আমার মা মারা গেছে।” স্থানীয়রা জানান, তার মা গত ৯ মে মারা যান।