লেমন, পত্নীতলা নওগাঁঃ-
নওগাঁয় আওয়ামী লীগ নিষিদ্ধকরণসহ তিন দফা দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-জনতা। শনিবার (১০ মে) বিকেল ৫টার দিকে শহরের কাজীর মোড়ে দুই ঘণ্টা অবস্থান নেন তারা। এসময় সড়কের এক পাশের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
বিক্ষোভ সমাবেশে আমার বাংলাদেশ (এবি) পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও জেলা আহ্বায়ক অ্যাডভোকেট কাজী আতিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নওগাঁর অন্যতম সংগঠক দেওয়ান মাহবুব হাসান সোহাগ, বাংলাদেশ ইসলামী আন্দোলন নওগাঁর সভাপতি মাস্টার মোহাম্মদ আশরাফুল ইসলাম, জাতীয় আগ্রাসন প্রতিরোধ মঞ্চ নওগাঁর সভাপতি কাজী মহিউদ্দিন আলমগীর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর সমন্বয়ক আরমান হোসেন, ফজলে রাব্বি এবং সাদনান সাকিব প্রমুখ রাখেন।