মো:আমিনুল ইসলাম, সন্দ্বীপ (চট্টগ্রাম):
চট্টগ্রামের সন্দ্বীপে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে সন্দ্বীপ উপজেলা পরিষদের কনফারেন্সে রুমে সভাকক্ষে এই প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতার উন্নয়ন ও উত্তম চর্চা বিকাশের প্রয়াসে দুর্নীতি দমন কমিশন ব এবং উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এই বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করেন। এতে উপজেলার ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।চূড়ান্ত পর্বে চ্যাম্পিয়ান হয় গাছুয়া একে একাডেমি উচ্চ বিদ্যালয় ও রানার্স আপ হয় দক্ষিণ পূর্ব সন্দ্বীপ উচ্চ বিদ্যালয়।
সন্দ্বীপ উপজেলা দুর্নীতি দমন কমিশন সভাপতি ডাক্তার ফজলুল করিমের সভাপতিত্বে বিতর্ক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিগ্যান চাকমা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের উপ সহকারী প্রকৌশলী জসিম উদ্দিন, উপজেলা দুর্নীতি দমন কমিশনের সাধারণ সম্পাদক মাস্টার এ কে ফজলুল করিমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি দমন কমিশনের সহ সভাপতি সাইফুল ইসলাম আজাদ ও নীলাঞ্জন বিদ্যুৎ, মগধরা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ দিদার হোসেন ও আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওমর ফারুক। অনুষ্ঠানে সন্দ্বীপ আইডিয়াল উচ্চ বিদ্যালয় ও কাজী আফাজ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে সততা ষ্টোর চালু করার জন্য উভয় প্রতিষ্ঠানকে দুদক সন্দ্বীপের এর পক্ষ থেকে ২৫০০০(পঁচিশ হাজার) টাকা করে প্রদান করা হয়।