শফিকুল ইসলাম নিকলী( কিশোরগঞ্জ) :
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি “এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিকলীতে পিএফজির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার ১৯ মে সকাল ১১ টায় বারিস্তা রেস্তোরাঁয় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মোঃ সাইফুল ইসলাম, সঞ্চালনায় মোঃ জসিম উদ্দিন মেম্বার, মোঃ আক্তারুজ্জামান ফিল্ড কো- অডিনেটর, প্রভাষক এ,এস, এম আছাদ পিএফজি আয়োজিত নিকলীর বেড়ীবাঁধ অপরিচ্ছন্নতা, রাস্তা সরু হওয়ায় যানজট সৃষ্টি, বেপরোয়া অটো রিক্স চালানো দুর্ঘনার কবল হইতে রক্ষা পাওয়া আইনি প্রক্রিয়া এবং বেড়াতে আসা পর্যটকরা পানিতে যেন না নামে সে জন্য জন সচেতনতায় উদ্বুদ্ধ করা।
আরো উপস্থিত ছিলেন ইউ পি প্যানেল চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির, সদস্য মোঃ নজরুল ইসলাম, আনিসুজ্জামান মোহন,মোছাঃ নাজমিন আক্তার, মোছাঃ মারজিয়া আক্তার, মোছাঃ রুমা আক্তার,মোছাঃ শায়লা আক্তার, মোছাঃ হেপি আক্তার, সুরবী আক্তার, শফিকুল ইসলাম, দিদারুল আলম, খাইরুল মোমেন স্বপন, দেলোয়ার হোসেন, কামরুল হাসান স্বাধীন, শুকুর মাহমুদ, শফিকুল ইসলাম শহীদ,হাবিবুর রহমান, জয়দেব আচার্য্য, নূরুল ইসলাম প্রমুখ।