নোটিশ:
Welcome To Our Website...
ব্রেকিং নিউজ :
একাত্তরের পরে শুধু নেতার পরিবর্তন হয়েছে, মানুষের ভাগ্যের নয়”: ড. আতিক মুজাহিদ হজের জন্য সৌদিতে পৌঁছেছেন ৮ লাখ ২০ হাজারের বেশি মুসল্লি শিবালয়ে পবিত্র ফজর পাগলার ৬০তম বার্ষিক ওরস মোবারক শুরু বীমা বিষয়ক প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আলফাডাঙ্গায় সম্পন্ন গাজীপুরের কোনাবাড়ি এরশাদ নগর জোরপূর্ব বাবুর বাড়ির সামনে বৈদ্যুতিক খুঁটি “প্রশাসনের সুদৃষ্টি কামনা “কে এই জাকির জানতে চায় সচেতন মহল” জাবেদ আহমদ রিপনকে আহ্বায়ক, তারেক আহমেদকে সদস্য সচিব করে বাংলাদেশ জাতীয়তাবাদী সংগ্রাম দল ( Bangladesh Nationalist Struggle Party) ৩১সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয় সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৩ প্রভাষক মনোয়ারা মুন্নি স্মরণে স্মরণ সভা ও দোয়া মাহফিল জমি ও ফসল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ নিহত এক পটুয়াখালীতে বিশ্ব মেট্রলজি দিবস ২০২৫ উপলক্ষে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়

শিবালয়ে পবিত্র ফজর পাগলার ৬০তম বার্ষিক ওরস মোবারক শুরু

  • আপডেট সময় শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৪ বার পঠিত

মোঃ মনিরুল ইসলাম পলাশ বিশেষ প্রতিনিধি :-

 

 

* আজ শনিবার ২৪ মে ২০২৫: ইংরেজি রাত ১২ এক মিনিটে রওজা গোসল দিয়ে শুরু হবে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার উথলী নিহন্দ গ্রামে ঐতিহ্যবাহী ফজর পাগলার দরগাহে ৫ দিনব্যাপী ৬০তম বার্ষিক পবিত্র ওরস মোবারকের আয়োজন করা হয়েছে। সুফি সাধক ফজর পাগলার স্মরণে এই ওরস উপলক্ষে হাজারো ভক্তের সমাগম ঘটবে,যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে শ্রদ্ধা নিবেদন করবেন।

ওরসের মূল অনুষ্ঠান শুরু হবে ২৫ মে রোজ রবিবার ২০২৫ ইংরেজি ** থেকে এবং তা ** ২৯ মে ২০২৫ ইংরেজি ** পর্যন্ত চলবে। এই পাঁচ দিন ধরে কোরআন খতম, মিলাদ মাহফিল, জিকির-আজকার, ফাতেহা পাঠ, ওরস শিরনি বিতরণ এবং সুফি সংগীতের আয়োজন করা হয়েছে। বিশেষ করে আজ (২৪ মে) দিনব্যাপী আধ্যাত্মিক সমাবেশে স্থানীয় ও সুফি সাধকদের বক্তব্য উপস্থিত ভক্তদের মাঝে আধ্যাত্মিক শান্তি বয়ে আনছে।

ফজর পাগলা ছিলেন একজন বিখ্যাত সুফি সাধক, যার জীবনাদর্শ ও শিক্ষা আজও মানুষকে প্রেরণা দেয়। তার মাজার শরিফে প্রতিবছর এই ওরস অনুষ্ঠিত হয়ে আসছে, যা ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের মিলনমেলায় পরিণত হয়।

স্থানীয় প্রশাসন ও ওরস কমিটি এই আয়োজনকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিরাপত্তা, স্বাস্থ্য ও যাতায়াত ব্যবস্থায় বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ ও স্বেচ্ছাসেবক দল সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

ওরস কমিটির সহ-সভাপতি জামাল উদ্দিন,সাবেক স্কুল শিক্ষক,মোঃ আবু সাঈদ সদস্য সচিব, সাংবাদিক মনিরুল ইসলাম পলাশ কে বলেন,”ফজর পাগলার ওরস শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি মানুষের মধ্যে সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন দৃঢ় করে। আমরা চেষ্টা করেছি যাতে সবাই নির্বিঘ্নে এই পবিত্র মাহফিলে অংশ নিতে পারেন।”

উল্লেখ্য, ফজর পাগলার ওরস মোবারক মানিকগঞ্জের শিবালয় অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সাংস্কৃতিক ঘটনা, যা প্রতিবছরই বৃহত্তর আকারে পালিত হয়। এই বছরও ভক্তদের ঢল ও আধ্যাত্মিক পরিবেশ দেখে মনে হচ্ছে, ওরসের তাৎপর্য আরও ব্যাপকভাবে ছড়িয়ে পডবে

সোশ্যাল মিডিয়ায় সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো জনপ্রিয় সংবাদ
© All rights reserved © 2024 দৈনিক দেশ প্রতিদিন
Design & Development By HosterCube Ltd.