মোঃ সিরাজুল ইসলাম,সিলেট:
সিলেটের একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে জুলাই-আগস্টের গণআন্দোলনে নিহত শহীদ পরিবারের সদস্যদের সম্মাননা দিয়েছে বিএনপি।
প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,
“নির্বাচিত সরকার ছাড়া দেশের শান্তি, বিনিয়োগ আর নিরাপত্তা আসবে না। জনগণের ভোটেই গণতন্ত্র ফিরবে।”
তিনি জানান, এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান।
বেগম খালেদা জিয়া অসুস্থ থেকেও সবাইকে পরামর্শ দিচ্ছেন।
অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলা হয়,
“তাদের ত্যাগ কখনও বৃথা যাবে না। সবার মিলিত চেষ্টায় দেশে সঠিক সরকার গঠন হবে।”
অনুষ্ঠানে সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, দলের কেন্দ্রীয় নেতা ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।