মোঃ সিরাজুল ইসলাম (সিরাজী),সিলেট:
আজ মঙ্গলবার সকাল ৬টা থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের ধর্মঘট ৭ ঘণ্টা পর স্থগিত ঘোষণা করা হয়েছে। শ্রমিকরা জেলা প্রশাসকের অপসারণ, পাথর কোয়ারি চালু এবং শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে এ কর্মবিরতি শুরু করেছিলেন।
দুপুর ১টায় সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ময়নুল হক জানান, কেন্দ্রীয় সংগঠন, প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের সুপারিশে বিভাগীয় কমিশনারের সঙ্গে বৈঠকের সিদ্ধান্ত হয়েছে। বৈঠক আজ বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থী ও যাত্রীদের ভোগান্তি কমাতে আপাতত ধর্মঘট স্থগিত রাখা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম বলেন, এইচএসসি পরীক্ষা এবং পর্যটকদের সুবিধার কথা বিবেচনা করে শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানানো হয়েছিল। তারা সে আহ্বানে সাড়া দিয়েছেন।
পরবর্তী সিদ্ধান্ত বৈঠকের পর জানানো হবে বলে শ্রমিক নেতারা জানিয়েছেন।