সৈয়দ হাবিবুর রহমান, সিলেট :
এক চিন্নিত মাদক কারবারি ১ং লামাকাজী বাজার ও বাজার সংলগ্ন এলাকায় চুটিয়ে অবৈধ মাদক কারবার চালাচ্ছে। ঐ মাদক কারবারির নাম সহিদ ও দেলোয়ার এবং । সে লামাকজী এলাকায় কপোতাক্ষ নদ সংলগ্ন অএ এলাকায় বেদারছে ইয়াবা, গাঁজা, ফেনসিডিল, দেশি বিদেশী মদ বিক্রি করে। উঠতি বয়সীরা এখানে ব্যাপক ভাবে মাদকে আসক্ত হচ্ছে। তারা অভিভাবক কমান্ড থোড়াই কেয়ার করছে। স্থানীয় বিভিন্ন পেশার মানুষ ও রাজনৈতিক নেতা কর্মীরা এই অভিযোগ করেছেন।
সূত্র জানায়, মাদক কারবারি সহিদ পিতার নাম আব্দুল ছত্তার ডাকুর সাং কাজির গাও । দেলোয়ার। পিতা আসিক সাং সুনাপর। সে রবি মালোর বাড়ি বাজার মাছ তার বিসক্ট পটেটু ইত্যাদি গতরাতে মাতাব পুর মাছ বাজার এলাকায় গাড়ি দরে ডাকাতি কারাহয় বলে জানাগেছে বিরুদ্ধে একাধিক মামলা থাকার পরেও সে রমরমা মাদক কারবার চালিয়ে যাচ্ছে।
স্থানীয়রা জানায়, সহিদ ও দেলোয়ার মোটরসাইকেলে আসা যাওয়া করে। তার ফ্ল্যাট বাইরে থেকে গ্রিল তালা মারা থাকে। যাতে কেউ বুঝতে না পারে সে বাড়ি আছে। তবে অর্ডার মত মাদক দ্রব্য পৌঁছে দিতে সে ও তার অনুসারীরা সদা তৎপর থাকে।
সূত্র জানায়, প্রশাসন সহিদ ও দেলোয়ার কে আটকে আন্তরিক নয়। নইলে থানা থেকে ১১ কিলোমিটার এলাকায় কিভাবে প্রকাশ্যে এভাবে মাদক কারবার চলতে পারে। সিলেট
বিশ্বনাথ থানার একজন পুলিশ কর্মকর্তা বলেন, সহিদ ও দেলোয়ার তালিকা ভুক্ত মাদক কারবারি। কিন্ত তাকে সচরাচর দেখা যায়না। থানা পুলিশের ধারণা রয়েছে, সে বাইরে থাকে। আর সে যদি বাজারে থাকে ও মাদক করবারে সম্প্রীক্ত থাকে তবে তাদের কে শীঘ্রই আটক করা হবে। কেননা পুলিশ এখন মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ভূমিকায়।