মাসুম মন্ডল,জয়পুর :
৭নংকুসুম্বা ইউনিয়ন ভিত্তিক প্রোগ্রামের,প্রস্তুতি সাফল্য করার লক্ষ্যে,হরেনদার মরে, বিশাল একটি জনসভার মাধ্যমে, প্রস্তুতিমূলক জনসভা আয়োজন করেন।
বক্তব্য রাখেন,
পাঁচবিবি থানা সেক্রেটারি হান্নান চৌধুরী,
ইউনিয়ন সেক্রেটারি মতিন মাস্টার,ইউনিয়ন সংগঠনিক বিএনপি বেলাল তালুকদার, আরো অন্যান্য বক্তারা বিভিন্ন ভাবে পর্যালোচনা করে।
এবং ইউনিয়নের সকল নেতৃবৃন্দ একত্রিত হয়ে। বিএনপি, ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, আরো অন্যান্য সকল দলের নেতৃবৃন্দ আলোচনা করে।
থানা বিএনপি সেক্রেটারি হান্নান চৌধুরী তার বক্তব্যে বলেন, বিএনপি কোন চাঁদাবাজের দল নয়,যারা বিএনপির সকল অঙ্গ সংগঠন কে বিভিন্নভাবে, দোষারোপ করছে, মূলত তারাই চাঁদাবাজ,বিভিন্ন উন্নয়ের সাথে তারাই যুক্ত,তাই বিএনপির সকল অঙ্গর সংগঠনকে সাবধানে চলাফেরা নির্দেশ দেন। তিনি আরো বলেন বিভিন্ন দলের নেতাকর্মীরা অন্যায় করে বিএনপির উপরে দোষ চাপাচ্ছে,তিনি আরো বক্তব্য রাখেন, গ্রামে গ্রামে মহল্লায় পাড়ায় পাড়ায় প্রত্যেকটি নেতাকর্মীকে ধানের শীষে ভোট চাওয়ার আহ্বান জানান।সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করি,প্রত্যেকের কাছে ধানের শীষ মার্কায় ভোট চেয়ে, আলোচনার মাধ্যমে বৈঠকটি সাফল্যমন্ডিত করে।