মোঃ ফাহিম চৌধুরী ক্রাইম রিপোর্টার, আশুলিয়া, সাভার —-সাভারে দীর্ঘদিন প্রেমের পর বিয়ে করার জন্য চাপ দেওয়ায় প্রেমিকের বন্ধুর বাড়িতে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে জারা আক্তার সেতু নামে এক তরুণীকে হত্যা করা হয়েছে।
ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড প্রেমিক সাইফুল ইসলাম গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে সাভার মডেল থানা পুলিশ।
প্রেমিকা জারা আক্তার সেতুকে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত প্রেমিক সাইফুল ইসলাম আকাশ।
মঙ্গলবার ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় তিনি এ জবানবন্দি দেন।
এর আগে নিহতের বড় বোন মিতু আক্তার বাদী হয়ে সাইফুল ইসলাম আকাশকে প্রধান আসামী করে সাভার মডেল থানায় একটি হত্যা (মামলা নং -৭৭) দায়ের করেন।
রোববার রাত সাড়ে ১১ টায় সাভার পৌর এলাকার বাড্ডা মহল্লার একটি বাড়িতে প্রেমিকের হাতে হত্যাকাণ্ডের স্বীকার হন জারা আক্তার সেতু।
বুধবার (২ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা এ তথ্য নিশ্চি