আব্দুল্লাহ আল নাঈম স্টাফ রিপোর্টার —-
পটুয়াখালীর জেলার দুমকি উপজেলায় বুধবার গভীর রাতে আওয়ামী লীগের ৩ নেতা কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির মৃধা, উপজেলা শ্রমিকলীগের সাবেক সভাপতি মোশারেফ হোসেন হাওলাদার ও সরকারি জনতা কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি নুরুল ইসলাম নুরু। মঙ্গলবার মধ্যরাতে এসব নেতাকর্মীদের নিজ নিজ বাসভবন থেকে গ্রেফতার করে বাউফল ও দুমকি থানা পুলিশ। হুমায়ুন কবির এর বাড়ি উপজেলার দক্ষিণ রাজাখালী গ্রামে। মোশারেফ হোসেন পেশায় একজন ব্যবসায়ী এবং তার বাড়ি উপজেলার দক্ষিণ চরবয়েড়া গ্রামে। অপরদিকে নুরুল ইসলাম নুরু’র বাড়ি উপজেলা উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের দুমকি ২ নম্বর ওয়ার্ডে।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ আতিকুর রহমান জানান, আটকদের বিরুদ্ধে বাউফল থানায় একটি নাশকতার মামলা রয়েছে এবং আসামীদের কোর্টে প্রেরণের প্রক্রিয়া চলমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদ জানান, যেহেতু আটককৃতদের বিরুদ্ধে বাউফল থানায় মামলা রয়েছে। কোর্টে চালানের প্রক্রিয়া তারাই সম্পন্ন করবেন। আমরা শুধু সহযোগীতা করেছি।।#দুমকিতে জেলা প্রশাসক ও এসপির মতবিনিময়।