সংবাদ প্রতিবেদন: গাজীপুর মহানগরের টঙ্গী পশ্চিম থানা পুলিশের নিয়মিত বিশেষ অভিযানে *ছিনতাইকারীসহ বিভিন্ন মামলার মোট ৯ জন আসামিকে* গ্রেপ্তার করা হয়েছে।
অদ্য *০২ নভেম্বর ২০২৫ ইং* তারিখে রাতভর অভিযান চালিয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে আনা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পূর্বে দায়েরকৃত ছিনতাই, মাদক এবং অন্যান্য অপরাধ সংশ্লিষ্ট একাধিক মামলার রেকর্ড রয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারপূর্বক আসামিদের *বিজ্ঞ আদালতে প্রেরণ* করা হয়েছে। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, টঙ্গী পশ্চিম থানা এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযান চলমান থাকবে।
*প্রতিবেদক – গাজীপুর*
*সূত্র – টঙ্গী পশ্চিম থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)* মোঃ ফরিদ হোসেন গাজীপুর সদর
ক্রাইম রিপোর্টার