কক্সবাজার থেকে স্টাফ রিপোর্টার মেহেদী হাসান: বিকেল অনুমান ১৬:৫০ ঘটিকায় মহেশখালী থানা পুলিশের একটি আভিযানিক দল মহেশখালী থানাধীন কালারমারছড়া ইউপিস্থ সামিরাঘোনা এলাকায় বিশেষ অভিযান পরিচালানা করে ০১টি দেশীয় তৈরী একনলা বন্দুক সহ একাধিক হত্যা মামলার আসামী’কে গ্রেফতার করে ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।
গ্রেফতারকৃত আসামীঃ-
১। মোঃ খোকন, বয়স: ৪০, পিতার নাম: মৃত মনসুর আলম প্রঃ রসু, মাতার নাম: সেকুয়ারা বেগম, ঠিকানা: স্থায়ী: গ্রাম- সামিরাঘোনা, ০৭নং ওয়ার্ড, কালারমারছড়া ইউপি, উপজেলা/থানা- মহেষখালী, জেলা –কক্সবাজার ।
আইগনগত গৃহীত ব্যবস্থাঃ-
১। মহেশখালী থানার মামলা নম্বর: ০৩, তারিখ: ০২ নভেম্বর, ২০২৫, জিআর নম্বর: ৩৩৯, ধারা: 19A The Arms Act, 1878
উদ্ধারকৃত আলামতঃ-
১। ০১টি দেশীয় তৈরী একনলা বন্দুক।
ধন্যবাদান্তে
(অলক বিশ্বাস)
অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি)
মিডিয়া ফোকাল পয়েন্ট
কক্সবাজার জেলা।