মোঃ ফরিদ হোসেন, ক্রাইম রিপোটার:
গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযানে অস্ত্রসহ এনামুল হক মোল্লা ও তার সহযোগীদের গ্রেফতার করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বুধবার গভীর রাতে বরমী ইউনিয়নের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে যৌথ বাহিনীর সদস্যরা অংশ নেন। এ সময় এনামুল হক মোল্লা ও তার সহযোগীদের কাছ থেকে দেশীয় অস্ত্রসহ বিভিন্ন ধরনের অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়।
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। গ্রেফতার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্থানীয় সূত্রে জানা গেছে, এনামুল হক মোল্লা এলাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে।