আজ (শনিবার) ০৮/১১/২০২৫.. গাজীপুর মহানগর বিএনপি’র উদ্যোগে আয়োজিত এক বিশাল র্যালিতে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে শহরের বিভিন্ন সড়কে সাময়িক যানজটের সৃষ্টি হয়। এতে নাগরিক ও পর্যটকদের চলাচলে সাময়িক অসুবিধা দেখা দেয়।
গাজীপুর মহানগর বিএনপি এক বিবৃতিতে এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগের জন্য শহরের সম্মানিত নাগরিকদের প্রতি আন্তরিক দুঃখ প্রকাশ করেছে।
বিবৃতিতে বলা হয়,
> “শহরের সম্মানিত গাজীপুর মহানগরের নাগরিক ও পর্যটকদের এই অনাকাঙ্ক্ষিত দুর্ভোগে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। আমরা বিশ্বাস করি—গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের সহযোগিতা এবং ধৈর্য সবসময়ই গুরুত্বপূর্ণ।”