গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের চিনাশুকানিয়া নতুন বাজার এলাকায় খেলতে গিয়ে নিখোঁজ হয়েছে পাঁচ বছর বয়সী এক শিশু। দুই দিন পার হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি বলে জানিয়েছে পুলিশ।
নিখোঁজ শিশুটির নাম আনাস খান (৫)। তার বাবা আল আমিন খান ও মা লিজা আক্তার। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে আনাস বাড়ির পাশে অন্যান্য শিশুদের সঙ্গে খেলছিল। কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। আশপাশের এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না মেলায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
শ্রীপুর থানা পুলিশ জানায়, নিখোঁজের বিষয়টি জানার পর থেকেই শিশুটিকে উদ্ধারে অভিযান চালানো হচ্ছে। আশপাশের এলাকা, বাজার, পুকুর, ঝোপঝাড়সহ বিভিন্ন স্থানে অনুসন্ধান চলছে। এছাড়া আশপাশের থানাগুলোকেও শিশুটির ছবিসহ তথ্য পাঠানো হয়েছে।
শিশু আনাসের মা লিজা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন,
> “দুই দিন হয়ে গেল, আমার বাচ্চাটার কোনো খবর পাচ্ছি না। কেউ যদি ওর খবর জানে, দয়া করে আমাদের জানাবেন।”
স্থানীয়রা জানান, শিশুটির নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, শিশুটিকে উদ্ধারে সর্বোচ্চ প্রচেষ্টা চলছে এবং জনগণকে সতর্ক থাকতে ও কোনো তথ্য পেলে দ্রুত জানাতে অনুরোধ করা হয়েছে।