মোঃ আব্দুল মুবিন, কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজার -২(কুলাউড়া) সংসদীয় আসনের সদ্য বিএনপি মনোনয়ন প্রাপ্ত শওকতুল ইসলাম শকুকে গতকাল ১৩ই নভেম্বর কুলাউড়া ডাক বাংলা মাঠে সংবর্ধনা ও আলোচনা সমাবেশ অনুষ্ঠিত হয়।
সকাল থেকে নেতা কর্মী গণ মিছিল সহকারে আসতে থাকেন । একসময সভাস্থল খানায় খানায় ভরে যায়।
সংবর্ধিত শওকতুল ইসলাম শকু তার বক্তৃতায় বলেন –এই মনোনয়ন আমাকে আপনারাই দিয়েছেন। আপনারা মাঠে ময়দানে আমার আলোচনা করেছেন বলে আমি পেয়েছি।
অনুষ্ঠানে এসময় জেলা, উপজেলা সহ তৃণমূলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।