কুলাউড়া প্রতিনিধি: কুলাউড়া উপজেলার পৃথিম পাশা ইউপির সাবেক সদস্যা রেজিয়া খানম ইন্তেকাল করেছেন।
গত ১৩ই নভেম্বর রাত ৮টায় ঘড়গাওস্থ উনার নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন।
মরহুমার যানাজার নামাজ আজ ১৪/১১/২৫ইং মোহাম্মদী শাহী ঈদগাহ সুলতান পুরে সকাল ১১.,১৫টায় অনুষ্ঠিত হবে।