মো. নাজিউল্লাহ ভূইয়া স্টাফ রিপোর্টার,কেরানীগঞ্জ (ঢাকা)—-শিক্ষকের কন্ঠস্বর;শিক্ষায় নতুন সামাজিক অঙ্গীকার। এই স্লোগানকে সামনে রেখে আজ ৫ অক্টোবর সারা বিশ্বের ন্যায় ঢাকার কেরাণীগঞ্জেও পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস-২০২৪। বিশ্বের প্রায় ১০০ টি দেশে আজ একযোগে পালন করা হয় এ মহান দিবসটি। দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা চত্বরে র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়,কেরানীগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ❝শিক্ষা মানুষের মৌলিক অধিকার। আর সম্মানিত শিক্ষকগন হচ্ছেন তার ধারক।তারা এক একজন এক একটি বিদ্যালয়ের অভিভাবক। স্কুলের সকল দায়িত্ব একজন শিক্ষকের। সুতরাং শিক্ষকের নিজের সন্মান নিজের ধরে রাখতে হবে।
তিনি আরও বলেন,❝ বর্তমানে শিক্ষক সমাজ নানা সমস্যায় জর্জরিত। আমরা আপনাদের সমস্যা সমাধান করার চেষ্টা করছি। আপনারা আশাহত না হয়ে জাতি গঠনে ভূমিকা রেখে যান।আশা করছি খুব তাড়াতাড়ি আপনারা সুসংবাদ পাবেন।
উক্ত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন
কেরানীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আজিজুল হক,উপজেলা একাডেমিক সুপার ভাইজার হালিমা খাতুন,নয়াবাজার কলেজের অধ্যক্ষ মালেক মিয়া,সিরাজনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন,নয়াবাজার উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক খলিলুর রহমান।এছাড়াও কেরানীগঞ্জের বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকসহ উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।