মোঃ সুমন মিয়া প্রতিনিধি আগৈলঝারা উপজেলা: উক্ত আলোচনা ও র্যালিতে উপস্থিত উপজেলা নির্বাহী অফিসার জনাব লিখন বণিক। র্যালি টি উপজেলা চত্বর হয়ে মুল সরক প্রদক্ষিণ করে ফের উপজেলা চত্বরে শেষ হয়।
আলোচনা শুরুতে ধর্মগ্রন্থ পাঠ, প্রথমে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক বি, পি, ইউ, এস জনাব বদিউল আলম। ডেপুটি কান্ট্রি ডিটেক্টর আই,এফ,এস,জনাব রুমানা আমিন এছাড়া উপস্থিত ছিলেন গন্য মান্য ব্যাক্তি বর্গ প্রেসক্লাব তথা সকল সাংবাদিকবৃন্দ।

আলোচনার শুভেচ্ছা বক্তব্য মাধ্যমে সূচনা তিনি বিভিন্ন প্রতিবন্ধীদের বিভিন্ন ধরনের সহযোগিতা এছাড়া তাদের সার্বক্ষণিক পাশে থাকার অঙ্গীকার করেন। প্রতিবন্ধীদের মধ্যে থেকে আশিকুল ইসলাম প্রতিবন্ধীদের উদ্দেশ্যে বলেন কোন প্রতিবন্ধী কারো দয়ায় বেঁচে থাকতে চায় না করুণা গ্রহণ করতে চায় না তারা কোন না কোন কাজের মাধ্যমে জীবনকে পরিচালনা করতে পারে, আমি আশিকুল আমার দুটি হাত নেই এরপরেও একটি পোল্ট্রি মুরগির দোকান দিয়ে জীবিকা নির্বাহ করে থাকি। আপনারা আমাকে ফলো করুন,তোমরা সবাই তোমরা তোমাদের কর্মের মাধ্যমে জীবনওসমাজকে সুরক্ষিত করা যেতে পারে। এই আলোচনা সভায় সভাপতি বিভিন্ন প্রতিবন্ধীদের বিভিন্ন সরকারি সাহায্য থেকে যাতে বঞ্চিত না হয় সেদিকে সবাইকে খেয়াল রাখার জন্য অনুরোধ জানিয়েছেন। সভাপতির বক্তব্যের মাধ্যমে সমাপনী ঘোষনা করেন করেন।