স্টাফ রিপোর্টার, সুমন মিয়া,
নেত্রকোনার আটপাড়ায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির পাল্টা কমিটি ঘোষণা করা হয়েছে।
২৩ শে সেপ্টেম্বর সোমবার এই কমিটি ঘোষণা করা হয়।
সভাপতি আবুল ফজল তালুকদার,সাধারণ সম্পাদক মো মোশারফ হোসেন পলাশ ও সাংগঠনিক সম্পাদক আমীরুল ইসলাম সরকার মঞ্জু কে নির্বাচিত করে, ৫১ সদস্য কমিটি ঘোষণা করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির উপদেষ্টা কমিটির সদস্য প্রধান শিক্ষক মো ইকবাল বাহার খান, শিক্ষক নুরুজ্জামান খান ও শিক্ষক মির্জা রেজাউল করিম স্বাক্ষরিত এই কমিটি ঘোষণা করা হয়।
এখানে উল্লেখ যে, গত ১৫ই সেপ্টেম্বর সভাপতি মো সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ হিরন মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন পলাশকে নির্বাচিত করে উপদেষ্টা কমিটির সদস্য প্রধান শিক্ষক এখলাছুর রহমান ও প্রধান শিক্ষক আলমগীর কবীর স্বাক্ষরিত ৪৯ সদস্য কমিটি ঘোষণা করা হলেও সাংগঠনিক সম্পাদক মোঃ মোশারফ হোসেন পলাশ সহ, ২৪জন সদস্য পদত্যাগ করে পাল্টা কমিটি ফজল পলাশ কমিটিতে অন্তর্ভূক্ত হই।
পাল্টা কমিটি বিষয়ে জানতে চাইলে সাাইফুল হিরণ পরিষদের সভাপতি সাইফুল ইসলাম জানান, আমাদের কমিটির রেজিষ্ট্রেশন আছে। উপদেষ্টার সাক্ষরিত ৪৯সদস্য .কমিটি ঘোষণা করেন। পাল্টা কমিটির বৈধতা নেই।
পIলটা কমিটির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন পলাশ জানান সাইফুল -হিরন কমিটির সাংগঠনিক সম্পাদক পদে আমাকে রাখলেও নিয়ম মাফিক গঠন না হওয়ায় এই বিতর্কিত কমিটি থেকে আমি পদত্যাগ করে ফজল পলাশ কমিটির সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছি।উপদেস্টা কমিটির সদস্য মোঃ ইকবাল বাহার খান জানান, সাইফুল হিরন পূর্ণাঙ্গ কমিটি গঠন বিষয়ে আমি অবগত নই। প্রধান শিক্ষক খাজা মুজিবর রহমান বলেন, সাইফুল -হিরণ কমিটির সভাপতি সাইফুল ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির রেজিস্ট্রেশন আছে বলে যে কথাটি উল্লেখ করেছেন তা ভুয়া রেজিস্ট্রেশন উপজেলা শিক্ষক সমিতি সকলের।