মধুরম রায়
স্টাফ রিপোর্টার
কিশোরগঞ্জ নীলফামারী
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার উদ্যোগে ২৪ তারিখে অনুষ্ঠিত প্রতিনিধি সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়। সমাবেশে দলের বিভিন্ন স্তরের নেতা ও কর্মীরা অংশ নেন, যেখানে তাদেরকে ঐক্যবদ্ধ থেকে দলের লক্ষ্য ও উদ্দেশ্য সামনে এগিয়ে নেয়ার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তারা বলেন, দলের মূল লক্ষ্য হলো দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষা করা। পাশাপাশি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলায় সংগঠনের সব সদস্যকে সর্বোচ্চ ত্যাগ ও নিষ্ঠা নিয়ে কাজ করার আহ্বান জানানো হয়। তারা আরও উল্লেখ করেন যে, দেশের চলমান সংকট কাটিয়ে উঠতে দলের প্রতিটি ইউনিটকে সক্রিয় থাকতে হবে এবং জনগণের দাবির প্রতি আন্তরিক মনোভাব নিয়ে কাজ করতে হবে।
সমাবেশে বিশেষ অতিথিরা বলেন, সংগঠনের বিভিন্ন শাখা ও পর্যায়ের নেতাকর্মীদের সমন্বয়ে দলকে শক্তিশালী করার সময় এসেছে। সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশের মানুষকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য সংগ্রামে শামিল হওয়ার অনুরোধ জানান।
প্রতিনিধি সমাবেশ শেষে উপস্থিত সকলে একটি শপথ নেন, যেখানে তারা দলের আদর্শে অটল থেকে ভবিষ্যতে যে কোনো আন্দোলনে অংশ নেয়ার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।