স্টাফ রিপোর্টার ঃ সরকারী প্রনোদনায় কৃষি উপকরণ না পাওয়ায় নাটোরে নারী কৃষি কর্মকর্তা ইসরাত জাহান কে পিটিয়ে আহত করেছে মিলন নামের এক কৃষক। নাটোর সদর উপজেলার একডালা এলাকায় কৃষকদের ফসল দেখতে গেলে এ হামলার শিকার হন ওই নারী কৃষি কর্মকর্তা । এ সময় স্থানীয়রা আহত উপ সহকারী কৃষি অফিসার ইসরাত জাহান কে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। নাটোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আব্দুল ওয়াদুদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নাটোর সদর থানার ওসি তদন্ত শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।