স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম, নাটোর থেকেঃ ভারতে মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে অপমান করার প্রতিবাদে আজ বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে নাটোর এন এস সরকারি কলেজ মাঠের সামনে থেকে মিছিল বের করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা। বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহরের মাদ্রাসা মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, কোন ধর্মই অপর ধর্মকে কটুক্তি করতে পারে না। কিন্তু ভারত মহানবী হযরত মুহাম্মদ সাঃ কে অপমান করে গোটা বিশ্বের মানবতাকে অপমান করেছে। মুসলিম ধর্ম লালন কারী ভারতের এই জঘন্য মানবতাকে বরদাস্ত করবে না। অবিলম্বে এই ঘটনার সাথে জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা। এ সময় উপস্থিত ছিলেন, শেখ ওবায়দুল, শিশির ইসলাম, কাওসার আহম্মেদ প্রমুখ।