রিপোর্টার মোঃ শান্ত—-নারায়ণগঞ্জ হিরাঝিল এলাকা বিভিন্ন মানুষ এর কাছ থেকে এবং সেলফি অফিস থেকে কিস্তি উঠিয়ে পনেরো লক্ষ টাকা নিয়ে বিগতো এক বছর যাবত পালিয়ে আত্মগোপন করে আছে মোঃ লিটন মিয়া, পিতাঃ কাশেম মিয়া, মাতা,নুরুজাহান, বর্তমান ঠিকানা,হিরাঝিল আবাসিক এলাকা , পোঃ সানারপাড়, থানাঃ সিদ্ধিরগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ, লিটন মিয়া,হিরাঝিল থেকে, বিভিন্ন মানুষ এর কাছ থেকে, ও বিভিন্ন কিস্তি অফিস থেকে টাকা উঠিয়ে নিয়ে পালিয়ে তার নিজ গ্ৰামে আত্ম গোপন করে বসবাস করছেন, যাদের কাছ থেকে টাকা নিয়েছে, বুক্ত বুগিরা হলেন কামাল, শাহানাজ, সেলফি কিস্তি অফিস, মহাসিন, মরিয়ম, মনোয়ারা, মিজান এ রকম আরো অনেকেই আছেন, এদের কাছ থেকে পনেরো লক্ষ টাকা নিয়ে পালিয়ে বেড়াচ্ছে, তার স্থায়ী ঠিকানা বাড়ি চৌধুরী বাড়ি , বাসা, আন্দিরপাড় গ্ৰামঃ বরকোটা, নোয়াগাঁও ডাকঘর বরকোটা ৩৫১৭ থানাঃ দাউদকান্দি, জেলাঃ কুমিল্লা।