মোঃ গোলাম জাকারিয়া, স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ।
অভিনব কায়দায় মোটরসাইকেলযোগে মাদক পাচার কালে ১৬১বোতল ফেনসিডিলসহ একজন মাদক ব্যবসায়ী কে আটক করেছে র্যাব পাঁচ- ৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা।আটক মাদক ব্যবসায়ী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাকপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে মোঃ নাহিদ ইসলাম (২২) । র্যাবের প্রেসনোটে জানানো হয় ,২৬ সেপ্টেম্বর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অভিযানিক সদর থানার ঝিলিম ইউনিয়নের মানুষরা মডেল ক্লিনিক এন্ড ডায়াগোনিষ্ট সেন্টারের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নাহিদ ইসলামকে ১৬১বোতল ফেনসিডিল ও ১টি ব্যবহৃত মোটর সাইকেলসহ গ্রেফতার করা হয় । এ ব্যপারে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়।