অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ঃ
২৮ সেপ্টেম্বর শনিবার কয়রা উপজেলায় গণ অধিকার পরিষদের নতুন কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিলের কর্মসূচী পালিত হয়েছে।
এ উপলক্ষে উৎসব মুখর পরিবেশে আনন্দ মিছিলে শত শত নেতাকর্মী যোগ দেন। এ সময় গণঅধিকার পরিষদের গঠন প্রণালী ও আগামীর নতুন বাংলাদেশ গঠনের দিকনির্দেশনা সম্বলিত লিফলেটও বিতরণ করা হয়েছে।
গণঅধিকার পরিষদ খুলনা জেলার সভাপতি জি এম আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক আব্দুর রব হাওলাদারের স্বাক্ষরিত পূর্ণাঙ্গ কমিটি হওয়ায় কয়রা উপজেলা গণঅধিকার পরিষদ নবগঠিত কমিটির সভাপতি মোঃ ইয়াছিন আলী এবং সাধারণ সম্পাদক নাজমুল হুদা নাহিদের নেতৃত্বে উপজেলার গুরুত্বপূর্ণ সড়কে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত আনন্দ মিছিলে আরো উপস্থিত ছিলেন, কয়রা উপজেলা গণঅধিকার পরিষদের সিনিয়র সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসান মোড়ল, কয়রা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হাসেম সহ গণ/ছাত্র/যুব/পেশাজীবী অধিকার পরিষদের প্রায় দুই শতাধিক নেতাকর্মী। মিছিলটি শনিবার সকাল ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মাঠ থেকে শুরু হয়ে মধুর মোড় হয়ে কপোতাক্ষ কলেজের সামনে স্থানীয় নেতাকর্মী বক্তব্য রাখেন ও সদস্য সংগ্রহের জন্য লিফলেট বিতরণের মাধ্যমে আনন্দ মিছিল শেষ হয়।
গণঅধিকার পরিষদের খুলনা জেলা সভাপতি জি, এম আজিজুল ইসলাম বলেন,’ গণঅধিকার পরিষদ সকল মানুষের অধিকারের বাস্তবায়ন করা পরিষদ। আমার প্রিয় উপজেলা সহ পুরো খুলনা জেলাকে পরিবার কেন্দ্রিক রাজনীতি থেকে বের করে একটি নতুন ধারার রাজনীতি উপহার দিতে চায়। সকল শ্রেণীর মানুষ আমাদের ট্রাকে ভ্রমণ করতে পারবে। এবং সমান অধিকারের মাধ্যমে আমাদের ট্রাকের গন্তব্য হবে সমাজে ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করা। আমরা তৃণমূলে রাজনীতি করি সকল মানুষের জন্য, সর্বশ্রেণী পেশার মানুষের জন্য। আমাদের আদর্শ খেটে খাওয়া মানুষের জন্য, আমাদের লক্ষ্য অসহায় মানুষের পাশে থাকা। এবং বাংলাদেশকে বৈষম্যমুক্ত সোনার বাংলাতে রূপান্তরিত করা।”