নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডী ইউনিয়নের বদি নেপাশ পাড়ায় টানা তিন দিনের বৃষ্টিতে চলাচলের রাস্তা পানিতে তলিয়ে গেছে। এতে করে স্থানীয় বাসিন্দারা চরম দুর্ভোগে পড়েছেন। জরুরি প্রয়োজনে যাতায়াত করতে গিয়ে মানুষকে ভোগান্তির শিকার হতে হচ্ছে। পানির কারণে রাস্তা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, যার ফলে এলাকার শিক্ষার্থী, কর্মজীবী ও সাধারণ মানুষ বিপাকে পড়েছেন। স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বাসিন্দারা দ্রুত এই সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন।
বৃষ্টির কারণে পানি নিষ্কাশনের কোনো সঠিক ব্যবস্থা না থাকায় প্রতি বছরই এই এলাকায় এমন পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানান স্থানীয়রা। তারা অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না, যার ফলে দীর্ঘদিন ধরে ভোগান্তি চলছে।