রাজাপুর উপজেলা প্রতিনিধ ঝালকাঠির রাজাপুরে মরহুম কাদের প্রফেসরের পুত্র হাসান মাহমুদ এর বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। নিজ বাসার সামনের দরজার তালা এবং পিছনের দরজার রাউন্ড লক ভেঙে ভিতরে প্রবেশ করে দুর্বৃত্তরা। এসময় বাসার আলমারি তছনছ করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।
মরহুম কাদের স্যারের ২ পুত্র হাসান মাহমুদ ও ওয়াদুদুর রহমান বাসায় থাকেন। ঘটনার দিন হাসান মাহমুদ ঢাকায় ছিলেন।ছোট ভাই ওয়াদুদুর রহমান কাঠালিয়া থানাধীন রুপালী ব্যাংকে চাকুরী করেন।ওয়াদুদ ২৬ সেপ্টেম্বর সকালে দরজায় তালা বন্ধ করে কাঠালিয়ায় কাজে যোগদান করতে সকাল ৯ টায় রাজাপুর থেকে কাঠালিয়া যায়, আজ ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টায় বাসায় ফিরে ওয়াদুদ ঘরে ঢুকে দেখে দরজার তালা ভাংগা।,ঘরের ভিতরে ঢুকে দেখে স্টিল আলমিরা ভাংগা,হাসান মাহমুদ জানায়- আমি ঢাকায়- মুঠোফোনে গনমাধ্যমকে জ তিনি জানান ।হাসান মাহমুদ জানায় – নগদ ৫০ হাজার টাকা,চেক বই আমার ও স্ত্রীর,শিক্ষা সনদ তার ও তার স্ত্রীর, স্বর্নালংকার নিয়ে যায়, মাহমুদের ছোট ভাই জানায়- রাজাপুর থানা পুলিশকে খবর জানালে, তারা ঘটনাস্থল পরিদর্শন করে চলে যান।