রাদিয়ান আহমেদ স্টাফ রিপোর্টার দৈনিক দেশ প্রতিদিন রংপুর —
এ সময় উপস্থিত ছিলেন গংগাচড়া সরকারি কলেজ শাখার শিবিরের সভাপতি ছাত্রনেতা মোঃ সোহেল রানা কলেজ শাখা শিবিরের সেক্রেটারি শাহজালাল শ্রাবণ, প্রচার ও দাওয়াহ সম্পাদক মোঃ শফিউদ্দিন মুয়াজ, সাহিত্য বিষয়ক সম্পাদক আলী আহসান মুহাম্মদ মুজাহিদ প্রমুখ,,
এ সময় কলেজ শাখার শিবিরের সভাপতি সোয়েল রানা বলেন, কলেজ একটি পবিত্র শিক্ষাঙ্গন । আমরা চাই এই পবিত্র শিক্ষাঙ্গনে পবিত্রতা বজায় এবং শিক্ষার পরিবেশ বজায় থাকুক।