রিপোর্টার মোঃ কামাল উদ্দিন কোম্পানীগঞ্জ নোয়াখালী —-
সেনাবাহিনী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী আলমগীর ওরুফে মোরগ ব্যাপারী আটক করে
জানা যায় দীর্ঘদিন থেকেই মাদক ব্যবসায়ী আলমগীর মাদক, ব্যবসার সাথে জড়িত এবং পাড়া মহল্লা বিভিন্ন মানুষের কাছে মাধব বিক্রি করে গোপন সূত্রে বাংলাদেশ সেনাবাহিনী অভিযান চালিয়ে ঘটনাস্থলে বিপুল পরিমাণ ইয়াবা এবং গাজা সহ ৩ জন কে্ আটক করে আটক কৃতর নাম
১/মোঃ আলমগীর ওরুপে মোরগ বেপারী
২/তাহার সহধর্মী বিবি পুতুল
৩/মোঃ ওমর
অভিধান শেষে কোম্পানীগঞ্জ থানার এস, আই আব্দুর রাজ্জাক কের মাধ্যমে থানা হ্যান্ড ওভার করা হয় এস আই আব্দুর রাজ্জাক
খুদিয়ে দেখে মোরগ ব্যাপারী আলমগীরের নামে বিভিন্ন মামলা আছে পরিশেষেই আটকৃত আসামি ৩/জনকে জেল হাজাতে প্রেরণ করে ,,