কে,এম,আবুল হোসেন স্টাফ রিপোর্টার—–নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে -উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ জাফর সাদিক চৌধুরী মহোদয়ের সভাপতিত্বে-আসন্ন শারদীয় দুর্গা পুজা ২০২৪ইং উপলক্ষে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পুজা মন্ডপের সার্বিক নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে আলোচিত হয়। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সনাতনধর্মাবলম্বীরা নির্বীগ্নে যাতে তাদের মত করে পুজা অর্চনা সম্পন্ন করতে পারেন,সে ব্যাপারে ও প্রধান্য দেওয়া হয়।সভায় দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ও আলোচনা হয়।মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, বর্তমান সরকারের বিভিন্ন কর্মকাণ্ড এবং করনীয় তুলে ধরেন। সভাশেষে মাননীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয়, উপস্থিত সকলকে ধন্যবাদ জানান, এবং সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেন। সভায় উপস্থিত ছিলেন -উপজেলার বিভিন্ন পর্যায়ের প্রশাসনিক কর্মকর্তা, হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণমাধ্যম কর্মীগন।