তাজুল ইসলাম স্টাফ রিপোর্টার, সিলেট:–সিলেটের গোয়াইনঘাট উপজেলার ২নং পশ্চিম জাফলং ইউনিয়নের লংলাখাল গ্রামের গোচারণ ভূমি জবর দখলের অভিযোগে সরেজমিন পরিদর্শন করেছেন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা। এ বিষয়ে লংলাখাল গ্রামবাসী ইউনিয়ন ভূমি অফিস সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।
২ অক্টোবর বুধবার দুপুরে গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে পরিদর্শন করেন ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কামনাশীষ দাস। জানা যায়,লংলাখাল,খুরি,মনরতল তিন মৌজার ১ নং খতিয়ানের ১ নং দাগে গত ২০ বছর পূর্বে পিয়াইন নদীর বুকে চর জমে গোচরণ ভূমিতে পরিণত হয়। যেখানে গ্রামবাসী তাদের গবাদি পশুর লালন পালন করে আসছে। এমনকি এই গোচারণভূমিতে গবাদি পশু লালন পালন করে গ্রামবাসী পবিত্র কোরবানির ঈদে পশু বিক্রি করে আর্থিক মুনাফা করে থাকেন। এই গোচারণ ভূমির উপরে নির্ভর করে গ্রামের সিংহ ভাগ মানুষের জিবীকা। কিন্তু বিগত বছর থেকে গ্রামের কিছু প্রভাবশালী অসাধু ব্যক্তিগণ অবৈধভাবে বালু বিক্রির মাধ্যমে বিলীন করা হচ্ছে গ্রামের নিম্নআয়ের মানুষের বাড়ি ঘর। যারা তাদের ভয়ে মুখ খুলে কাউকে কিছু বলতে পারছে না। এমনকি গোচারণ ভূমি জবরদখল করে যার যার দখলে নিয়ে যাচ্ছেন।
অসহায় গ্রামবাসী বাধ্য হয়ে উপজেলা প্রশাসন,জেলা প্রশাসন বিভাগীয় কমিশনার সহ বিভিন্ন সরকারী দপ্তরে অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে পরিদর্শন শেষে ইউনিয়ন উপ-সহকারী ভূমি কর্মকর্তা কামনাশীস দাস বলেন,গ্রামবাসীর অভিযোগের প্রেক্ষিতে আজ আমি সরেজমিন পরিদর্শন করে এর সত্যতা পেয়েছি। এই জায়গা ১ নং খতিয়ানের ১ নং দাগ যা শ্রেণী পরিবর্তন, জবর দখল,অবৈধভাবে বালু উত্তোলন এবং বিক্রি করা বা লীজ দেওয়ার কারো কোন এখতিয়ার নেই। অভিযোগের প্রেক্ষিতে সরেজমিনে আমরা যা পেয়েছি তার বিরুদ্ধে একটা ব্যাবস্থা নিব। এসময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ