মোঃ মাসুম রানা, বাঘারপাড়া স্টাফ রিপোর্টার(যশোর) —-যশোরের বাঘারপাড়া উপজেলার জামদিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ড বাররা গ্রামের সাবেক সেনাসদস্য মো.আফছার আলী (৯০) মোল্লার বাড়ি গত ২২ সেপ্টেম্বর সোমবার দিনগত রাত ২টায় এক দুর্ধর্ষ্য ডাকাতি সংঘটিত হয়েছে। সরেজমিনে গিয়ে কথা আহত আফছার আলী ও তাহার স্ত্রী সংগে। যেদিন ডাকাতি হয় ঐদিন ভোর ৫টায় আর এক সাবেক সেনাসদস্য মো.ইকবাল হাজির ব্যক্তিগত ৪ চাকার গাড়িতে বহন করে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দিয়ে তাকে আফছার আলীকে বাড়িতে আনা হয় এবং আহত আফছার মিয়ার বড় ছেলে সাবেক সেনাসদস্য সার্জেন্ট মো.জাহাতাব বাড়িতে এসে বাবার করুন দুর্দশা কোনোভাবেই মেনেনিতে পারেনি তাই তিনি বাদী হয়ে স্বশরীরে ২৬ সেপ্টেম্বর বাঘারপাড়া থানায় গিয়ে আইনগতভাবে একটি অভিযোগ দায়ের করে। এ অভিযোগে ডাকাতদের ২জনের নাম উল্লেখ করে এবং অঙ্গাত আরও ২/৩ জন আছে সন্দেহ করে একটি জোরাল অভিযোগ দায়ের করে।ডাকাতি কালে আহত দুজানাকে গরুর দড়ি দিয়ে হাত ও পা বেধে বেধঢ়ক মারপিঠ করে মহিলার কান থেকে দুল ও নাখের ফুল ছিনিয়ে নেয় এবং তাদের গচ্ছিত ১৫ হাজার টাকাসহ ৩টা মোবাই নিয়ে যায়।। এসময় ডাকা